জরিমানার ভয়ে মাস্ক পারছে মানুষ!

সাধারন মানুষ করোনা ভাইরাসকে ভয় করে নয়, সাধারণ মানুষ মাস্ক পরেন ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ভয়ে। এমন স্বীকারোক্তিই দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

তারা জানান, অভিযান এলেই যাত্রীরা মাস্ক পরেন। আবার অভিযান শেষে খুলে ফেলেন। নির্বাহী হাকিমরা বলছেন, মানুষ সচেতন না হলে, শুধু অভিযান দিয়ে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়।
১০ জানুয়ারি ১১ দফা বিধি-নিষেধ জারি করে প্রজ্ঞাপন প্রকাশ করলে অভিযান চালাচ্ছা কর্মকর্তারা।

এরমধ্যে অন্যতম ছিলো বাসার বাইরে সব জায়গায় বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

অভিযান শুরুর আগের মুহূর্তে টার্মিনালের সবখানে খবর চলে যায় ভ্রাম্যমাণ আদালত বসার। হঠাৎ করেই বদলে যায় টার্মিনালের দৃশ্যপট। সবার মুখেই মাস্ক পরা।

বিআরটিএ এর নির্বাহী হাকিম ফখরুল ইসলাম বলেন, সরকারে নির্দশনা মানাতে এই অভিযান চলবে। যারা একই অপরাধ বারবার করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে আদালত।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর