দুর্গাপুর সীমান্তে প্রায় ১৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ী জব্দ

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের বারমারী এলাকা থেকে ১৫ লক্ষ ৯৬ হাজার পাঁচশ’ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব ভারতীয় শাড়ীর মধ্যে রয়েছে ১৮০ পিস বেনারসি ও ১৯৯ পিস কাতান শাড়ি।

তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি এবং জব্দকৃত ভারতীয় এসব শাড়ী নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার দুর্গাপুরের বারমারী বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) ৩১ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ১১ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৬২ হতে আনুমানিক দুইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারমারী নামক স্থানে ফাঁদ পেতে থাকে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ভারতীয় ১৮০ পিস বেনারসি ও ১৯৯ পিস কাতান শাড়ি জব্দ করে বিজিবি।

রাজেশ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর