ঈশ্বরগঞ্জে মাস্ক না পড়ায় জরিমানা গুনলেন ১৬ জন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. হাফিজা জেসমিন।

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে সাধারণ জনগণ মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালাছে প্রশাসন।

অভিযানের সময় মাস্ক না পরায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ১৬ টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. হাফিজা জেসমিন জানান, করোনার মহামারী থেকে জনগণকে রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘরের বাইরে বেরুলে অবশ্যই মাস্ক পড়তে হবে।

আরিফুল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর