ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৭৫ জনের করোনা আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ১৭ জন জেলায় নতুন ৭৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ২৯.৪১% ছাড়িয়েছে। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২৭৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ১১৮৫৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ১৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

জেলায় ২৫৫ জনের রিপোর্টের মধ্যে নতুন ৭৫ করোনা শনাক্ত হয়। যার মধ্যে সদর উপজেলায় ১৭ জন, সরাইল উপজেলায় ১৯ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, নবীনগর উপজেলায় ০৭ জন ও কসবা উপজেলায় ২৫ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১২৭৫৯ জনের আক্রান্তের মধ্যে ১১৮৫৬ জন সুস্থ হয়েছেন। জেলা সদর হাসপাতালের আইসোলেশনে সেন্টারে ৮ জন চিকিৎসা নিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭৯০২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে ৭৯০১৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১২৭৫৯ জন আক্রান্ত হয়েছে৷

সন্তোষ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর