হাতীবান্ধায় তিন ইটভাটাকে ৩৭ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইটের পরিমাপে কারচুপি এবং ইটের মূল্য তালিকা না থাকায় তিনটি ইট ভাটাকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক এ এম এম মাসুমউদ্দৌলা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ইটভাটার মালিককে ত্রুটি সংশোধনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকার এম এম ব্রিকসকে আদশ্য ইটের পরিমাপ না থাকায় ১০ হাজার টাকা ও একই এলাকার তাহের ব্রিকসকে ১২ হাজার এবং ওই ইউনিয়নের পশ্চিম নওদাবাস এলাকার জেএস ব্রিকসে মূল্য তালিকা না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুদউদৌলা বলেন, আদর্শ ইটের পরিমাপ, নির্ধারিত মূল্য তালিকা না থাকার কারনে তিনটি ইটভাটাকে ৩৭ হাজর টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

হাতীবান্ধায় ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা। ছবি-বার্তা বাজার

পরিমল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর