নাগেশ্বরীতে বাল্যবিয়ে প্রতিরোধে টেকসইকরণ কর্মশালা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে প্রকল্প টেকসইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “কন্যাশিশু বোঝা নয়, সুযোগ দিলে সম্পদ হয়” এই প্রতিপাদ্য নিয়ে আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফর ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের আওতায় সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগড়ি সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনির সভাপতিত্বে এতে আলোচনা করেন বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্নয়কারী রবিউল ইসলাম, থানার এসআই মাহে আলম, ইউনিয়ন ফেসিলিটেটর শিউলি খাতুন প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কাজী, ঘটক, সচেতনমহলসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

লতিফুর রহমান/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর