নাগেশ্বরীতে ভোক্তা অধিকার আইনে ২ ব্যবসায়ীর জরিমানা

নাগেশ্বরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পবিত্র কুমার রায় জানান, তিনিসহ এ অভিযানে আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার এস.আই শাহীন ও সঙ্গীয় পুলিশ ফোর্স। এসময় নিম্নমানের রঙ্গিন পাপড় তৈরি ও ঢাকা চানাচুর নামের ভুয়া পিপি ব্যবহার করায় পৌরসভার মমিনগঞ্জের রাজা চানাচুর ফ্যাক্টরীর স্বত্তাধিকারী
আবু সায়েমের ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে নাগেশ্বরী বাজারের রেজাউল ষ্টোরের স্বত্তাধিকারী রেজাউল ইসলামের ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

লতিফুর রহমান/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর