সরিষাবাড়ীতে কবর খুঁড়ে কংকাল চুরি : আটক ২

জামালপুরের সরিষাবাড়ীতে কবর খুঁড়ে কংকাল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের জহুরুল মিয়ার ৫ বছরের শিশু কন্যা জহুরা গত দুই বছর আগে মারা যায়। একই গ্রামের আব্দুল বারিকের ১০ বছরের ছেলে শামীম মিয়া ১২ বছর আগে মারা যায়। তাদেরকে পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদের সামনের অবস্থিত কবরস্থানে জহুরার ও গোরস্থানের পাশে শামীমের মরদেহও দাফন করা হয়। এরপর গত শুক্রবার গভীর রাতে কবরস্থানের দুইটি কবর খোঁড়া দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে গত শনিবার সকালে ওই দুই শিশুর পরিবার কবরে খোঁজ নিয়ে কবর থেকে কংকাল চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন।

এ ঘটনার পর একই গ্রামের রাজমিস্ত্রী তোফাজ্জল মিয়ার ছেলে শেখ ফরিদ (২৪) ও সাগর আলীর ছেলে মোহাম্মদ আলী (১৮) ওই দুই শিশুর কবর থেকে কংকাল চুরি করে নিয়েছে বলে খবর পায় এলাকাবাসী। পরে ঘটনা বুঝতে পেরে সকালে গ্রামবাসী শেখ ফরিদ ও মোহাম্মদ আলীকে বাড়ি থেকে আটক করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। এ ঘটনায় শেখ ফরিদ ও মোহাম্মদ আলীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানা হয়েছে।

এ বিষয়ে জহুরার বাবা জহুরুল মিয়া বলেন, আমার মেয়ে জহুরার লাশ ওই দুইজনে চুরি করেছে। তাদের এলাকাবাসী ধরে পুলিশের কাছে দেয়া হয়েছে। এই জঘন্যতম কাজের জন্য তাদের কঠিন বিচার দাবি করছি।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, এলাকাবাসী কবর থেকে কংকাল চুরির সাথে জড়িত সন্দেহে দুই জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদেরকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মোস্তাক/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর