ভারতে নেটফ্লিক্স ফ্লপ

আলোচিত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয়তা দিন দিন সারাপৃথীবিতেই বাড়ছে। সারাবিশ্বের মতো ভারতেও এর চর্চা শুরু হয়েছে বেশ ভালোই। বড় বড় নির্মাতারা এখন সিনেমা হলের বিকল্প হিসেবে নেটফ্লিক্সেই মুক্তি দিচ্ছেন তাদের সিনেমা ,সিরিজ। তবে যাত্রার ছয় বছর পরও মূল্য-সংবেদনশীল ভারতীয় বাজারে ঠিক পেরে উঠতে পারছে না প্রভাবশালী এ ভিডিও স্ট্রিমিং কোম্পানি।

নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান,

তিনি ভারতে নেটফ্লিক্সের অসফলতা নিয়ে হতাশ। তিনি আরও বলেন, তিনি অন্যান্য বড় বড় বাজারে আকাশচুম্বী সফলতা পেয়েছেন। তবে ভারতের অসফলতার পরও অবশ্যই নেটফ্লিক্স তাদের দিকে ঝুঁকছে।

নেটফ্লিক্সের সাবেক এক কর্মীর মতে,

নেটফ্লিক্স খুব শক্তিশালী ব্র্যান্ড তাই তাদের আগে ঠিক করা উচিত যে তারা উপস্থিত গ্রাহক ধরে রাখতে চায় নাকি নতুন গ্রাহক যুক্ত করার দিকে মনোযোগ দিতে চায়।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর