কলমাকান্দা সীমান্তে প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় প্যাম্পার্স প্যান্ট জব্দ

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্যাম্পার্স প্যান্ট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৪ জানুয়ারী) মধ্যরাত ২ টার দিকে কলমাকান্দার খারনই ইউনিয়নের বিওপিরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিকনী নামক স্থান থেকে এসব মালামাল জব্দ করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায়।

বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ১৭,১৭৯ পিস ভারতীয় প্যাম্পার্স প্যান্ট জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য-১০,৯০,২১০/- (দশ লক্ষ নব্বই হাজার দুইশত দশ) টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হবে।

রাজেশ গৌড়/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর