করোনা ঠেকাতে ব্যাংক পরিচালনায় নতুন সিদ্ধান্ত

ওমিক্রণের সংক্রমণ রোধে অর্ধেক জনবল দিয়ে ব্যাংক পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।

নির্দেশনায় বলাহয়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোস্টারের মাধ্যমে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে ব্যাংকের আবশ্যকীয় সেবা অব্যাহত রাখার প্রয়োজনে নিজ বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে। অন্যান্য কর্তকর্তা ও কর্মচারী নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন। দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি শেষ করবেন।
বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর