বাঞ্ছারামপুরে অতিরিক্ত মদ্যপানে বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অতিরিক্ত মদ্যপানে মোস্তফা কামাল খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মীরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মোস্তফা কামাল খান একই এলাকার মৃত দৌলত আহম্মেদ খানের ছেলে।

মৃতের স্বজনরা জানান, রোববার রাতে মোস্তাফা কামালের বাড়ির শোয়ার কক্ষে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে নিশ্চিত হন তিনি মারা গেছেন। এ সময় তার নিথর দেহের পাশে দুটি বিদেশি মদের বোতল ছিল।

খবর পেয়ে সোমবার (২৪ জানুয়ারি) সকালে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে সে মারা গেছেন।

সন্তোষ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর