প্রকৌশলীর বাড়িতে ডাকাতি, মালামাল লুট

সাতক্ষীরা জেলা শহরের দরগাপাড়া এলাকায় এক প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। অস্ত্রধারী ১০-১২ জন ডাকাত দল সবাইকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার, ৮০ হাজার টাকা, একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে গেছে।
ডাকাতদের অস্ত্রাঘাতে প্রকৌশলী আব্দুর রাশীদের বৃদ্ধা মা রাহেলা বেগম (৮২) মারাত্মক জখম হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপারসহ, র‌্যাবের কর্মকর্তারা খবর পেয়ে সাতক্ষীরার  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ বাদী হয়ে একটি ডকাতি মামলা দায়ের করেছেন।

বাড়ির মালিক প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ জানান,

ভোর রাত ৪ টার দিকে ১০ থেকে ১২ জনের ডাকাত দল জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। প্রথমে তারা তার বৃদ্ধা মা রাহেলা বেগম কে রামদা দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন। মার চিৎকারে দ্বিতীয় তলা থেকে নেমে দেখতে পান তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আর ডাকাত দলের সদস্য সবার হাতে রামদা।

বার্তাবাজার/আর এম সা 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর