বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে ২ জনকে গাঁজাসহ গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নন্দীগ্রাম কলেজপাড়া থেকে ২০ গ্রাম গাঁজাসহ বরাত আলী (৩৪) ও থালতা মাঝগ্রাম ইউনিয়নের রাত ১০টার দিকে ৩০ গ্রাম গাঁজাসহ শফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করে পুলিশ।
বরাত আলীর ১ টি মামলা বিচারধীন অবস্থায় রয়েছে এবং শফিকুল ইসলাম গাজীর ২টি মাদক মামলা ও ১ টি অন্য মামলা চলমান রয়েছে আদালতে।
আটককৃত ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়া গ্রামের মোঃ আলাউদ্দীন এর ছেলে মোঃ বরাত আলী (৩৪) ও থালতা মাঝগ্রাম ইউনিয়নের বড়িহট্র গ্রামের মৃত অসিম উদ্দিন এর ছেলে মোঃ শফিকুল ইসলাম (গাজী) (৪৩)।
নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, উল্লেখিত ঘটনা সংক্রান্ত পৃথক ২টি নিয়মিত মামলা রুজু হয়েছে। আজ আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
নাজমুল/বার্তাবাজার/এ.আর