কুয়াশা ও বাতাসে তীব্র শীতে জুবুথুবু উপকূলের মানুষ

হঠাৎ করে মেঘ, বৃষ্টি, কুয়াশা ও বাতাসে শীত জেকে বসায় জুবুথুবু হয়ে পড়েছে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলের বাসিন্দারা। সোমবার (২৪ জানুয়ারি) ভোর থেকে সূর্যের দেখা মেলেনি আকাশে।

মেঘ ঢাকা আকাশের পাশাপাশি চারিদিকে রয়েছে ঘন কুয়াশা। সেই সাথে ভোর থেকেই হচ্ছে থেমে থেমে গুড়ি বৃষ্টি। গত রাতভরই এ এলাকায় বৃষ্টি হয়েছে। তাই শীতও বেড়েছে। এমতাবস্থায় চরম বিপাকে পড়েছে নৌপথে চলাচলকারী মানুষেরা।

কুয়াশায় রাতে নদীতে কিছু দেখা না গেলেও দিনের বেলায়ও প্রায় একই অবস্থার সৃষ্টি হয়েছে। নদী ও সড়ক পথে যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও বৃষ্টিতে শীতের প্রকোপ বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুরের।

এদিকে গত কয়েকদিনের শীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যাও বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, দুই তিনদিন ধরে শীতজনিত রোগীদের সংখ্যা বেড়েছে। এ সকল রোগীদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি।

জসিম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর