প্রধানমন্ত্রীর খবরদারিতে পদত্যাগ আর্মেনিয়ার প্রেসিডেন্ট

আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান পদত্যাগ করেছেন। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে পর্যাপ্ত ক্ষমতা না পাওয়ার অভিযোগ করে তিনি পদত্যাগ করেন।

তিনি বলেন,

আর্মেনিয়ার প্রেসিডেন্টের সত্যিকার অর্থে কোনো ক্ষমতা নেই।

রবিবার (২৩ জানুয়ারি) পদত্যাগের বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একজন প্রেসিডেন্টের হাতে যে প্রয়োজনীয় ক্ষমতা থাকা প্রয়োজন তা নেই। নতুন নীতিতে আমার ক্ষমতা, সুযোগ খুবই সীমিত। সরকারের পদ্ধতি অনুযায়ী, প্রেসিডেন্ট কেবল রাষ্ট্রের প্রধান, কিন্তু সেই অর্থে তার প্রয়োজনীয় ক্ষমতা নেই।

ধারণা করা হচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে চলা দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন সারকিসিয়ান।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর