বগুড়ায় বাসের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় রাসেল হোসেন (৩০) নামে এক পল্লী চিকিৎসকের নিহত হয়েছে। তিনি নন্দীগ্রাম উপজেলার দাঁত মানিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার বাঁশের ব্রিজ স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রাসেল মটরসাইকেল যোগে সিংড়া থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন। বাঁশের ব্রীজ নামক স্থানে নাটোরগামী অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় রাসেল আহম্মেদ মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, রাসেলের মরদেহ পরিবার নিয়ে এসেছে। ঘটনাস্থল থেকেই তারা সরাসরি বাড়িতে নিয়ে আসে।

নাজমুল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর