রাজধানীর রামপুরায় ডিপিডিসির পাওয়ার হাউজ পুড়ে ছাই

রাজধানীর পশ্চিম রামপুরায় বিদ্যুৎ সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান ডিপিডিসির একটি পাওয়ার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাওয়ার হাউজের সকল সরঞ্জম পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিনির্বাপণের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম।

তিনি জানান, চার তলা ভবনটির নীচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে পাঁচ ইউনিট অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর