অবৈধ সম্পদের কারনে সাব-রেজিস্টার কর্মকর্তার স্ত্রীর কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাব-রেজিস্টার কার্যালয়ের কর্মকর্তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ রোববার (২৩ জানুয়ারি) আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ এ রায় দেন।

জানা গেছে, ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৯ সালের ১০ মে দুদক মামলা করে নুরুল আলমের স্ত্রী খুরশীদ জাহানের বিরুদ্ধে। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ খুরশীদ জাহানকে ৭ বছরের কারাদণ্ড দেন।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর