এবার জায়েদ খানকেও মারলো ফেসবুক!

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে মৃত দেখিয়েছে ফেসবুক। জায়েদ খানের ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেয়া হয়। যেসব ফেসবুক অ্যাকাউন্টের অধিকারী মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলেই ফেসবুক কর্তৃপক্ষ এই ট্যাগ জুড়ে দেয়।

রিমেম্বারিং মেসেজে ফেসবুক লিখেছে, ‘আমরা আশা করি যারা জিয়াউল হক পলাশকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল দেখে সান্ত্বনা খুঁজে পাবেন।’

অবশ্য একদিন পরই তার অ্যাকাউন্টে লেখাটি আর দেখা যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এ অভিনেতা তাহলে কবে মারা গেলেন?

এ বিষয়ে জায়েদ খান মনে করছেন, কেউ রিপোর্ট করে এ কাজটি করেছে।

জায়েদ খান বলেন, শুধু আমার নয়; মিশা সওদাগর ভাইয়ের আইডিতেও একই অবস্থা। আমাদের কারা টার্গেট করেছে, কেন করেছে কিছু জানি না। একটা বিব্রতকর অবস্থা। আমি যাতে নির্বাচনী প্রচারণা না করতে পারি সেজন্য এ কাজটি করেছে। এ কাজটি শয়তানি করে করেছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর