সেই ভারতই বাংলাদেশের প্রতিপক্ষ

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে গত আসরে ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা। তবে এবার ফাইনাল নয়, চলতি আসরের ক্যারিবীয় দ্বীপে কোয়ার্টার ফাইনালেই দুই দল পরস্পরের মুখোমুখি হবে।

শনিবার আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপ সুপার লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গী হয়ে নক আউটপর্বে পা রাখে যুব টাইগাররা।

এদিকে দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও সবশেষ উগান্ডাকে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারতের যুবারা।

ভারত কি এবার গত বিশ্বকাপ ফাইনালে হারের শোধ নেবে? নাকি আরও একবার তাদের স্বপ্ন ভেঙে দেবে যুব টাইগাররা? উত্তরটা জানা যাবে ২৯ জানুয়ারি। এন্টিগা-বারবুডার কলিজ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ভারতের যুবারা অবশ্য প্রতিশোধটা আসর শুরুর আগেই নিয়ে নিয়েছেন। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ১০৩ রানের বড় ব্যবধানে হারিয়ে রাকিবুলদের ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ করে। বরং টাইগার যুবারা সে হারের প্রতিশোধ নেবে এই ক্যারিবীয় দ্বীপে।

এ ম্যাচের আগে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের পয়েন্ট সংখ্যা সমান, ২ করে। ম্যাচটিতে যারা জিততো তারাই পৌঁছে যেত পরবর্তী ধাপে। তবে শেষমেশ সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক নিজেদের করে নিয়েছে যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

রাকিবুলরা এবারের টুর্নামেন্ট যাত্রা করেছিল দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারে রাকিবুল হাসানের নেতৃত্বধীন খুদে টাইগাররা। অথচ অধিনায়কসহ দলে বেশকিছু ক্রিকেটার আছেন যারা গত আসরে দক্ষিণ আফ্রিকা দুর্গ জয় করে চ্যাম্পিয়ন হয়েছিল।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর