তাড়াইলে শীতের সবজিতে ভরপুর বাজার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি বাজার শীতের সবজিতে ভরপুর। শীতের এসব সবজির মধ্যে রয়েছে টমেটো, শিম, ফুলকপি, গাজর, লালশাক, পালংশাক, মুলা, লাউসহ বেশ কিছু সবজি। দাম নাগালের মধ্যে হওয়ায় ক্রেতারা তাতে খুশি।

সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তাড়াইল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজির দেখা মিলছে কাঁচাবাজারগুলোতে। ক্রেতাদের শিম কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে ৩০-৩৫ টাকা পর্যন্ত। সেই সঙ্গে প্রতি পিস ফুলকপি কিনতে লাগছে ২০-১৫ টাকা, গাজর প্রতি কেজি ৩০ টাকা ও টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শশা প্রতি কেজি ২০ টাকা, কালো বেগুন ২০ থেকে ৩০ টাকা, ঝিংগা ৩০ টাকা, কাকরোল ৪০ টাকা, উচ্ছে ৩০ টাকা, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে, লাউ প্রতি পিস ৫০ টাকা, চিচিংগা ৪০ টাকা, পটল ৪০ থেকে ৩০টাকা, ঢেড়শ ৫০টাকা, বরবটি ৪০ টাকা, পেঁপে ৩০থেকে ২৫ টাকা, কচুর মুখি ২০ টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মত এই সপ্তাহেও বাজারে রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ আকার ভেদে ২৫০-৪০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, বেলে ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চিংড়ি ৪৫০-৬০০ টাকা, টেংরা ৭০০, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তাড়াইল সদর বাজারে বাজার করতে আসা মাসুদ মিয়া বার্তা বাজারকে বলেন, শীতের সবজিতে ভরপুর রয়েছে বাজার। দামও ক্রেতাদের নাগালের মধ্যে থাকায় আমরা খুশি। ব্যবসায়ীরা যাতে পণ্য সিন্ডিকেট করতে না পারে এইদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

তাড়াইল সদর বাজারের কাচামালের ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, এবছর শীতে পর্যাপ্ত পরিমাণে সবজি রয়েছে। আমরা ব্যবসায়ীরাও কম মূল্যে ক্রয় করতে পারছি এবং ক্রেতাদের কাছেও কম মূল্যে বিক্রি করতে পারছি।

মুকুট/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর