কক্সবাজারে মাদক উদ্ধারকালে গোলাগুলি, ৫কেজি আইস উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মাদক উদ্ধারকালে কারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় উদ্ধার করা হয়েছে মালিকবিহীন পাঁচ কেজি ক্রিস্টাল মেথ আইস।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উখিয়ার পালংখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির।

তিনি জানান, মিয়ানমার হতে পালংখালী সীমান্ত দিয়ে মাদকের একটি বৃহৎ চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় বিজিবি জওয়ানরা। এসময় উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। জবাবে বিজিবি গুলি ছুঁড়লে মাদক কারবারীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ভর্তি ৫ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।

এই ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর