মাগুরায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মাগুরা জেলা কৃষকলীগ নেতা মিছরুল হক মনু (৫০) নিহত হয়েছে। নিহত মিছরুল হক জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ডহর সিংড়া গ্রামের নুরুল হকের ছেলে। নিহত মিছরুল ঔষধ কোম্পানীতে কর্মরত ছিলেন ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মাগুরা-যশোর সড়কের টিএনটি অফিসের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মস্থলের কাজ শেষে মিছরুল মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকটি আটক করা হলে চালক পালিয়েছে। এ ঘটনার জন্য হাইওয়েতে অতিরিক্ত দ্রুতগতির ট্রাকের বেপরোয়া চালানো কে দায়ী করছেন স্থানীয়রা। দ্রুত ট্রাকচালককে গ্রেফতার ও তার শাস্তি দাবি করছেন মাগুরাবাসী ।
তাছিন জামান/বার্তা বাজার/মনির