তাহসান খানের ৬ সপ্তাহের আগাম জামিন

ইভ্যালির প্রতারণামূলক কর্মকান্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত গায়ক-অভিনেতা তাহসান খান ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে আগাম জামিনের আবেদন জানালে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালত বলেন, সেলিব্রিটিদের দায়িত্ব অনেক বেশি। তাদের দেখে সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে। ইভ্যালিতে সাধারণ মানুষের কোটি কোটি টাকা গচ্চা গেছে। এ কারণে বিজ্ঞাপনের মডেল বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে সেলিব্রিটিদের আরও সতর্ক হতে হবে।

তাহসানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান।

বার্তা বাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর