ভিসি অপসরন আন্দোলন পেরলো ৩৬ ঘন্টা; অনশন ভাঙ্গেনি শিক্ষার্থীরা
শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তোল শাবিপ্রবি ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগের দাবিতে যতই দিন বাড়ছে ততই শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতা বাড়ছে।
উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। অসুস্থ শিক্ষার্থীদের বহন করতে আসা অ্যাম্বুলেন্সের শব্দে ভারী হচ্ছে শাবিপ্রবি ক্যাম্পাস।
উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনের ত্রিশ ঘন্টা পার হয়েছে ২৪ শিক্ষাথীর।

গত বুধবার দুপুর ২টা ৫০ মিনিট থেকে অমরণ অনশন শুরু করে ৩৬ ঘন্টা অতিবাহিত করার আগেই ১০জন শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আমরণ অনশনরত আরও ৯ শিক্ষার্থীকে স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেয়া হচ্ছে।
আন্দোলনকারীদের একজন মুখপাত্র জানান, আমরণ অনশনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে এখন পর্যন্ত কেউ অনশন ভাঙেননি। হাসপাতালে চিকিৎসারত শিক্ষার্থীদের অনশন ভাংতে চিকিৎসকরা অনুরোধ করা সত্বেও ভাঙেননি তারা। উপাচার্য পদত্যাগ না করার পর্যন্ত অনশন কর্মসূচি বন্ধ হবে না।
বার্তাবাজার/এ.আর