দূষিত শহরের তালিকায় দিল্লিকে পেছনে ফেলে ঢাকা প্রথম

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিকে ভারতের রাজধানী দিল্লি আছে ঢাকার পেছনে।
বৃহস্পতিবার সারাবিশ্বের বাতাসের মানের সূচক নিরীক্ষণকারী আইকিউএয়ারে এই তথ্য জানানো হয়।

তাতে আরোও জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) ১৯৭ রেকর্ড করা হয়, যা খুবই অস্বাস্থ্যকর। এদিকে দিল্লির একিউআই রেকর্ড করা হয় ১৮৯।

তালিকার শীর্ষ পাঁচে থাকা অপর শহরগুলো হচ্ছে উত্তর মেসিডোনিয়ার স্কোপিজে, পাকিস্তানের লাহোর ও ভারতের অপর শহর কলকাতা। এই শহরগুলোর একিউআই রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮৪, ১৮১ ও ১৭৯।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর