চলন্ত মাইক্রোবাসে আগুন

আশুলিয়ায় একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিশান কোম্পানির এক্সটেল মডেলের (ঢাকা মেট্টো ঘ ১৭-১৯৫২) গাড়িটি বাইপাইল পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক ও যাত্রীরা নেমে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। ততক্ষণে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর