ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় একদিনে ২৬ জন শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় ২৪ ঘন্টায় ১৪৬ টি রির্পোটে সদর উপজেলার ১৫ জনসহ ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমনের হার ১৭.৮১%। বুধবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার রাতের ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ১৪৬টি নমুনা রিপোর্ট এর মধ্যে সদর উপজেলায় ১৫ জন, নাসিরনগর উপজেলায় ৭ জন ও আশুগঞ্জ উপজেলায় ১জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২৪৮০ জন করোনা শনাক্ত হয়েছে, ১১৬৬৬জন সুস্থ হয়েছে ও ১৮১ জন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আক্রান্ত সবাই জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে। তাদের মধ্যে সদর হাসপাতালের আইসোলেশনে সেন্টারে ৩ জন চিকিৎসাধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ বলেন, ইদানীং জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবায়কে স্বাস্থ্যবিধি মেনে চলা, মুখে মাস্ক পড়া, এবং যারা এখনও টিকা নেন নাই তাদেরকে টীকা নিতে আহবান জানান তিনি।

সন্তোষ চন্দ্র/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর