আখাউড়ায় ৬ মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতে সাজা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবনের দায়ে ৬ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ ১৯ জানুয়ারি বুধবার বিকালে পৌরশহরের বিভিন্ন জায়গায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে ৬ মাদক সেবনকারীকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌর শহরের মসজিদ পাড়ার মৃত আবজাল উদ্দিনের ছেলে মোঃ মাসুম(৩৫) একই এলাকার মোঃ আবুল খায়ের বাবুলের ছেলে মোঃ সোহাগ (২৯) টানপাড়া গ্রামের মোঃ দেলু হোসেনের ছেলে মোঃ রুবেল(২২) একই গ্রামের মৃত শনিমিয়ার ছেলে মোঃ আজিজ মিয়া(৬০) সদর উপজেলার বাসুদেব ইউপি’র শ্যামনগর গ্রামের মিহির দাসের ছেলে প্রসঞ্জিত দাস(৩২)

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জানান, আটকৃতরা মাদক সেবনকারী প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ সময় পুলিশের হাতে আটক আরেকজনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো জানান, মাদক নির্মূলে উপজেলার প্রতিটি এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর