টিকা দিতে আসা ছাত্রীদের ইভটিজিং, প্রতিবাদ করায় ৫ শিক্ষার্থী আহত

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভাইরাসের টিকা নিতে আসা ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বহিরাগতদের হামলায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় উপজেলা পরিষদ চত্তরে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তরে টিকা নিতে আসা শিক্ষার্থীদের উপর বোরহান ও শাকিবের নেতৃত্বে একদল বহিরাগত হামলা চালায়।

জানা যায়, সারাদেশের ন্যায় ভূঞাপুরেও শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হচ্ছে। উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়, জুংগীপুরের রুলীপাড়া উচ্চ বিদ্যালয়, ফকির মাইন উদ্দিন উচ্চ বিদ্যালয়, খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়, ভদ্রশিমুল উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, আলহাজ¦ হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে টিকা দেয়া হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা লাইনে দাঁড়ায়। এসময় লাইনে দাঁড়ানো ক্যান্টনমেন্টের ছাত্রীদের উত্ত্যক্ত করে আনার খাঁ পাড়ার মর্তুজ আলীর ছেলে বোরহান (১৯) ও ছাব্বিশা গ্রামের শাকিব (১৮)।

অন্যান্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে। পরে ওই দুই বহিরাগত ফোনে অন্যান্যদের এনে শিক্ষার্থীর উপর হামলা চালায়। হামলায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ৫জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় উপজেলা পরিষদ চত্তরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাউয়ুম বলেন, উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হয়েছে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বহিরাগত বোরহান ও শাকিব শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে জানা গেছে। আমরা ঘটনাস্থলে হামলায় আহত দুইজন শিক্ষার্থীকে পাই। শাকিবের বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনির সিদ্দিকী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম জানান, টিকা দেয়াকে কেন্দ্র করে বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের ঝামেলার সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মিমাংসা হয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, টিকা নিতে লাইনে দাঁড়ানো নিয়ে শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি সংশ্লিষ্টদের মাধ্যমে সমাধান করা হয়েছে। বহিরাগতদের সাথে ঘটনা ঘটেছে কিনা সেটা আমার জানা নেই।

হাসান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর