ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় আগুন

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে ২নং নতুন ভবনের ১০ তলার ১০৯ নম্বর কেবিনে অগ্নিকাণ্ডের খবর পায় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই নম্বর নতুন ভবনের ১০ তলার ১০৯ নম্বর কেবিনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে আগুন ভয়াবহ নয় বলে জানান তিনি।

তবে এখন পর্যন্ত প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর