ইউপি নির্বাচন: মুরাদনগরে জমে উঠেছে নির্বাচনী আমেজ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়নে আগামী ৩১ জানুয়ারী নির্বাচন। সকল ইউনিয়নের মতো উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নেও জমে উঠেছে নির্বাচনী আমেজ। অলিতে গলিতে চলছে প্রচার-প্রচারণা, চলছে উঠান বৈঠক। গভীর রাত পর্যন্ত ভোটার দারস্ত হচ্ছেন আওয়ামীলীগের দলীয় নৌকা প্রার্থী আঃ লতিফ সরকার। পাশাপাশি দলীয় কর্মীরাও ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় সুধীজনের সাথে নির্বাচনী হালচাল জানতে চাইলে তারা বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে নৌকার প্রার্থী আঃ লতিফ সরকার মাঠ পর্যায়ে উঠান বৈঠক, লিফলেট, মাইকিং, মিছিল করতে যতটা দেখছি ততটা বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে চোখে পড়েনি।

স্থানীয় ভোটার, ব্যবসায়ী, পথচারী, প্রবীণ লোকেরা এলাকার প্রচার প্রচারনা সম্পর্কে জানতে চাইলে বলেন- শুধু নৌকার চেয়ারম্যান প্রার্থী আঃ লতিফ সরকারসহ সাধারন মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের প্রচার প্রচারনা যতটা অনুভব হয় তা অন্য প্রার্থীদের বেলা ততটা শুনিনা, তাদের ধারনা যেহেতু নৌকা মার্কার প্রচার প্রচারনা বেশী এবং আঃ লতিফ এলাকায় অনেক জনপ্রিয় তাই চেয়ারম্যান হিসেবে আঃ লতিফ সরকার বিজয়ী হবে।

বিদ্রোহী প্রার্থীদের সম্পর্কে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল জলিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আমাদের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছি, নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি।

নৌকা প্রার্থী আঃ লতিফ সরকার জানান, এ বছর ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে, আমার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা যে ভাবে ভোটের জাগরন তুলেছে ৩১ তারিখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ৮০% ভোট পেয়ে নির্বাচিত হবো ইনশাআল্লা।

মো. নাজিম উদ্দিন/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর