লাভ ম্যারেজ, শিমু ছিল দুই সন্তানের মা

বাংলাদেশী চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী রাইমা ইসলাম শিমু তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর কলাবাগানের গ্রিন রোড এলাকার একটি বাসায় করতেন। সোমবার (১৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকা থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন এই অভিনেত্রীর স্বামী নোবেল।

এদিকে শিমুর ফোন বন্ধ পেয়ে এবং বাসায় না ফেরায় তাদের পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর তারা হাসপাতাল, থানা ও এফডিসিতে খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে কেরানীগঞ্জে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন। এরপর মিটফোর্ড হাসপাতাল মর্গে এসে শিমুর খণ্ডিত মৃতদেহ দেখতে পান তারা।

নিহত শিমুর বোন ফাতিমা নিশা বলেন, ‘বোন জামাইয়ের সঙ্গে বোনের তেমন কলহ ছিল না। তাদের ১৮ বছরের সংসার। তারা লাভ ম্যারেজ করেছিল।’

তিনি আরও বলেন, ‘তবে যেই হত্যা করুক, আমরা চাই; সঠিক বিচার হোক।’ এর আগে সোমবার সকালে শিমু নিখোঁজ জানিয়ে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী নোবেল। সেখানে তিনি উল্লেখ করেন, রোববার (১৬ জানুয়ারি) সকালে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান শিমু। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর