মোমেন-নাসিমের ফোনালাপ: স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার বাড়ানোর প্রত্যায়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিমের মধ্যে ফোনালাপ হয়েছে। স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে টেলিফোনে কথা বলেছেন দুই দেশের দুই মন্ত্রী। ।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মঙ্গলবার (১৮ জানুয়ারি) টেলিফোনে নাসিমের সঙ্গে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুই মন্ত্রী স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক টুইট বার্তায় জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন। উভয় মন্ত্রী সদ্য শেষ হওয়া বছরের শেষের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফর সফল হয়েছে উল্লেখ করে প্রশংসা করেন।

মন্ত্রীরা দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে বিশেষভাবে আলোচনা করেন বলেও জানানো হয় ওই টুইট বার্তায়।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর