সিলেটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘদিন পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এরপর বিকেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দেড় ঘন্টার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

সম্মেলনে ৫টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১টি ইউনিয়নের কাউন্সিলদের ভোটে ৫জন প্রার্থী বিজয়ী হন।

সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলদের ভোটে সভাপতি নির্বাচিত হন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ। অপর প্রতিদ্বন্দ্বী ছিলেন গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন। সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২জন। কাউন্সিলদের ভোটে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল। একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ওলিউর রহমান শামিম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২জন।
কাউন্সিলদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক তিনবারের সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল। একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক যুবদলের সভাপতি মামুনুর রশীদ মামুন।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২জন। কাউন্সিলদের ভোটে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিন উদ্দিন। একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন বদরুল আলম। সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩জন। কাউন্সিলদের ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজি আব্দুল জলিল সেলিম। প্রতিদ্বন্দ্বী ছিলেন হেলাল উদ্দিন ও এস.এ রিপন।

সম্মেলনে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা.আব্দুল গফুরের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আহাদ খান জামাল, মাহবুবুর রব চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি-যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ফাহিম আহমেদ/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর