ফেসবুকে তসলিমা নাসরিন ‘মৃত’

ফেসবুকে নিজেকে ‘মৃত’ দেখে খুব রাগন্বিত হয়েছেন নির্বাসিত এই লেখিকা তসলিমা নাসরিন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তার আইডি ‘রিমেম্বারিং’ দেখাচ্ছে, যা কেবল মৃতদের ক্ষেত্রেই দেখানো হয়। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজের আইডি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তসলিমা।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) একাধিক টুইটে ফেসবুকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। এক টুইটে তিনি বলেছেন, ফেসবুক আমাকে মেরে ফেলেছে। অথচ আমি জীবিত। আমি অসুস্থ হইনি, বিছানায় পড়িনি অথবা হাসপাতালেও ভর্তি হইনি, তবু ফেসবুক আমার অ্যাকাউন্ট ‘স্মরণীয়’ করে দিয়েছে।

এরপর ফেসবুক আইডির ছবি দিয়ে আরেক টুইটে এ লেখিকা বলেন, আমি পুরোপুরি জীবিত। কিন্তু আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্ট স্মরণীয় করে দিয়েছেন। খুবই খারাপ খবর! আপনারা এটা কীভাবে করতে পারলেন? দয়া করে আমার অ্যাকাউন্ট ফিরিয়ে দেন।

বার্তাবাজার/এর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর