আখাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

‘নয় পেরিয়ে দশে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের খরমপুর মাজার শরীফ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।পরে আলোচনা সভা শেষে মাজার শরীফে বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দ সহ উপস্থিত অসহায় এতিম মিসকিনদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় ও এশিয়ান টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রোমানা আক্তার৷

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল,পৌর যুবলীগের সভাপতি মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুজন মিয়া, মানবাধিকার কমিশনের আখাউড়া শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা, বিশিষ্ট ব্যবসায়ী নাজির হাসান, সাংবাদিক দুলাল ঘোষ, দৈনিক যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম, বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক ইত্তেফাকের আখাউড়া প্রতিনিধি ফজলে রাব্বি, মাই টিভির আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুন, দৈনিক আজকালের খবরের আখাউড়া প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া,দৈনিক ঢাকা প্রতিদিনের আখাউড়া প্রতিনিধি আল-আমিন,বার্তা বাজার ব্রাহ্মণবাড়িয়া-৪ প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, দৈনিক আমাদের বাংলার আখাউড়া প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক ভোরের দর্পণের আখাউড়া প্রতিনিধি জুনায়েদ হোসেন পলক সহ আরও অনেকে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর