চিত্রনায়িকা শিমুর ময়নাতদন্ত সম্পন্ন, শ্বাসরোধে হত্যা

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে দিতে মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা।

ফরেনসিক বিভাগের প্রধান ডা.সোহেল মাহমুদ জানান, মৃত ওই নারীর গলায় দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে রশি অথবা এই জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, তবুও মৃত নারীর শরীর থেকে ভিসা সংগ্রহ করেছি। এছাড়া মৃত্যুর আগে ধর্ষিত হয়েছে কিনা ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর থেকে বস্তাবন্দি এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (১৭ জানুয়ারি) ইউনিয়নের আলিপুর ব্রিজ সংলগ্ন কদমতলীর এলাকায় সকালে স্থানীয় লোকজন একটি বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। রাতে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহতর বড় ভাই এসআই খোকন চিত্রনায়িকা শিমুর মরদেহ শনাক্ত করে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর