দুদকের মামলায় জামিন নিতে আসা শিক্ষিকা কারাগারে

কুষ্টিয়ায় দুদকের মামলায় জামিন নিতে আসা এক শিক্ষিকাকে কারাগারে পাঠিয়েছেন আদালত ৷

আদালত সূত্রে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কুষ্টিয়া পৌরসভার সাবেক প্রকৌশলী রবিউল ইসলামের স্ত্রী কলেজশিক্ষিকা কামরুন্নাহার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) বিকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই আদেশ দেন।

গত বছর ২৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে এই মর্মে অভিযোগ দায়ের করেন, ১৯৯৪ সালের ১ অক্টোবর থেকে ২০১৯ সালের ২ ডিসেম্বর সময়কালে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার ৫২ লাখ ১৬ হাজার ৫৭৩ টাকার সম্পদ অর্জন করেছেন।

বিজ্ঞ আদালত জামিন আবেদন শুনানি শেষে বিবাদী কামরুন্নাহারের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর