রাবিতে রাত ৮টার পরে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ছিনতাইসহ বেশকিছু অপ্রীতিকর ঘটনা নিরসনের লক্ষ্যে রাত ৮টার পরে ক্যাম্পাসে বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে যত্রতত্র ঘোরাফেরা করতে দেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

সোমবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত এ সিদ্ধান্তসহ আরও ১৭ দফা সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সোমবার এক আলোচনা সভার মাধ্যমে এসকল সিদ্ধান্তগ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীসহ শিক্ষক সমিতির সভাপতি, জনসংযোগ দপ্তরের প্রশাসক ও প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর