‘পথ মওলানা ভাসানী’ সংগঠনের আত্মপ্রকাশ

আজ ১৬ জানুয়ারি ২০২২ রোজ রোববার বিকাল ৪ টায় তোপখানা রোডস্থ গোলাম সাত্তার মিলনায়তনে জনাব সৈয়দ হারুন—অর—রশীদের সভাপতিত্বে এক মহতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘পথ মওলানা ভাসানী’ নামে একটি সংগঠন গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে একজনকে সমন্বয়ক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন— সমন্বয়ক সৈয়দ হারুন—অর—রশীদ, সদস্য রফিকুল ইসলাম আসাদ, আসাদুর রহমান খান, এএমএম ফয়েজ হোসেন, কামাল হোসেন বাদল, মোঃ গোলাম মোস্তফা ভূঁইয়া, আব্দুল মোনেম, সুবল সরকার, মিতা রহমান, মাহবুব আলম চৌধুরী, কমরেড সামছুল আলম, বশিরুল হক সিনহা, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মোঃ ইসমাঈল হোসেন, কাশেম মাসুদ, এ. এইচ. এম সরওয়ারে কায়নাত, আমিরুল ইসলাম, হারুন অর রশীদ খান, মোঃ দেলোয়ার হোসেন, ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, কাজী সেলিম রেজা, মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ২২ জানুয়ারি ২০২২ শনিবার সকাল ১১ টায় ‘মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা কর্মসূচি ঘোষণা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর