৭ মণের শাপলাপাতার দাম ১ লাখ ১২ হাজার টাকা

বরগুনার গভীর সাগরে জেলের জালে ধরা পড়া সাত মণ ওজনের শাপলাপাতা মাছটি নিলামে বিক্রি করা হয়েছে। মাছটি ১৬ হাজার টাকা মণ দরে এক লাখ ১২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

আজ সোমবার সকালে বৃহত্তম পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ওই মাছটি বিক্রি করা হয়। মাছটি ক্রয় করেন পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন নামে এক পাইকার।

জানা যায়, গভীর সাগরে অন্য মাছের সঙ্গে একটি শাপলাপাতা মাছ জালে ধরা পড়ে। পরে ওই মাছটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে প্রকাশ্যে নিলামে ডাকা হয়।

এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. ওসমানের বরাত দিয়ে আড়তদার মো. টিপু জানান, নিলামে সোহরাব হোসেন ১৬ হাজার টাকা কেজি দরে মোট এক লাখ ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

স্থানীয় জেলেরা জানান, গভীর সমুদ্রে বাস করে শাপলাপাতা মাছ। তবে কখনও কখনও খাদ্যের খোঁজে উপকূলে চলে আসে।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর