‘করোনার দূর্দিনে যাকে কাছে পেয়েছি তাকেই ভোট দিবো’

করোনার দুর্দিনে যারা পাশে ছিলো এমন প্রার্থীর প্রতি আগ্রহ দেখাচ্ছেন সাধারণ ভোটাররা। তারা মনে করছেন দূর্দিনে ক্ষমতায় না থেকেই যে আমাদের পাশে ছিলো, নিশ্চিন্তে তাকে চেয়ারে বসানো যায়। কারণ ক্ষমতা পেয়ে সে আরো উপকারে আসবে।

এমন সমীকরণে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী আবু মুসা আল কবির এগিয়ে রয়েছেন। তিনি বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক। উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা গ্রামের মৃত ওবায়েদুল হক সরকারের ৪ সন্তানের মধ্যে তিনি হলেন সবার বড়।

আবু মুসা আল কবিরের ধ্যাণজ্ঞান হচ্ছে মেহনতী মানুষের পাশে দাঁড়ানো। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে মূল্যায়ন করে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। সাধারণ মানুষ এখন মনে করছেন, করোনাকালের প্রতিদান কিছুটা হলেও ফেরত দেওয়ার সুযোগ পেয়েছে তারা।

নৌকা প্রতীকে ভোট দিয়ে কবিরকে চেয়ারম্যান বানিয়ে কৃতজ্ঞতার বোঝাটা কিছুটা হলেও হালকা করতে চায় তারা। তারা মনে করছেন দূর্দিনে যে লোকটি সাধারণ মানুষের পাশে থাকে সে ক্ষমতার অপব্যবহার করবেনা।

বিভিন্ন গ্রামের সাধারণ ভোটারদের সাথে কথা হলে তারা বলেন, আবু মুসা আল কবির সাধারণ কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিয়েছেন। খেটে খাওয়া যে সমস্ত মানুষ কর্ম হারিয়েছিলো তাদের সব বিষয়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এই ইউনিয়নে অনেক কোটিপতি ব্যবসায়ী ছিলেন যারা সাহায্য সহযোগীতা করবেন তো দূরের কথা ঘর থেকে বের হন নাই করোনার ভয়ে। আমরা টাকার কাছে ভোট বিক্রি করবো না, কবিরের ভালোবাসার প্রতিদান দিবো।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেন্টু সরকার বলেন, কবির চেয়ারম্যান প্রার্থী হওয়ায় অনেকেই ভোটে দাঁড়াতে সাহস পায়নি। কারণ সে যেমন জনপ্রিয় তেমনি সাধারণ মানুষের বন্ধু। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কেন্দ্রবিন্দু হচ্ছে আবু মুসা আল কবির।

প্রবীণ শিক্ষক আবদুল খালেক বলেন, অন্যান্য নির্বাচনের চাইতে এবারের নির্বাচনে ভোটাররা অনেক সচেতন। তারা প্রার্থীদের অতীত পর্যালোচনা করছেন বেশ। কোন প্রতিশ্রুতী বা প্রলোভনে গা ভাসাতে চাচ্ছেন না তারা। মাদকের সাথে সম্পৃক্ত নয় এবং বিপদ আপদে কাছে পাওয়া যায় এমন ব্যক্তিকেই পছন্দের তালিকায় প্রধান্য দিচ্ছেন তারা।

নাজিম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর