হাতীবান্ধায় ফেনসিডিলসহ ভ্যান চালক আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ আশরাফ আলী নাম এক ভ্যান চালককে আটক করেছে থানা পুলিশ।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার আলিফ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত আশরাফ আলী একই উপজেলার সিঙ্গিমারী এলাকার ওয়াজেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলেফ মোড় এলাকায় অভিযান চালায় হাতীবান্ধা থানা পুলিশ। এ সময় একটি ভ্যানকে আটক করে তল্লাশি চালিয়ে ভ্যানে থাকা ধানের বস্তা থেকে ভারতীয় নিষিদ্ধ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ভ্যান চালক আশরাফ ও ভ্যানকে আটক করে থানা নিয়ে আসে পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আগামীকাল সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

পরিমল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর