আরসা প্রধানের ভাই অস্ত্র ও মাদকসহ আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনীর ভাই শাহ আলীকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

আজ রোববার (১৬জানুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক।

নাঈমুল হক জানান, শাহ আলীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কীভাবে, কখন থেকে ক্যাম্পে অবস্থান করছেন এসব তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য করা হয় ক্যাম্প। আর এসব ক্যাম্পে শুরু থেকেই নানা ধরনের অপকর্মের সাথে বড়িত ছিল আরসা।

গত বছরের ২৯ সেপ্টেম্বর রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে ব্রাশফায়ারে নিহত হন রোহিঙ্গা প্রত্যাবাসনের নেতা মুহিবুল্লাহ। তাকে হত্যায় যারা জড়িত তারা সবাই আরসার সদস্য হিসেবে অভিযোগ রয়েছে। তাদের ধরতে ক্যাম্পে মাঝে মাঝেই নানা ধরনের অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বার্তাবাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর