পুরান ঢাকার আকাশে আজ ঘুড়ির মেলা

পৌষের বিদায় বেলায় অনুষ্ঠিত হচ্ছে পুরান ঢাকাবাসীর ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন বা ঘুড়ি উৎসব।

শুক্রবার থেকেই শুরু হয় এই মেলা। আজ সকালেও সূর্যোদয়ের পর থেকেই বাসাবাড়ির ছাদে চলছে ঘুড়ি ওড়ানোর নানান প্রস্তুতি। ঘুড়ি ওড়ানোর জন্য সুতা-মাঞ্জা দেওয়া থেকে শুরু করে পিঠা উৎসবেরও আয়োজন চলছে।

সকাল থেকেই আকাশে রঙ বেরঙের নানা ঘুড়ি আকাশে আলোর চ্ছটা ছড়িয়ে দেয়।

পুরান ঢাকার বাসাবাড়ির ছাদে কিশোর-কিশোরীদের ঢল আর হৈ-হুল্লোড়। আকাশে দেখা দিতে থাকে চোখদার, পানদার, বলদার, দাবাদার, লেজওয়ালা, পতঙ্গ ইত্যাদি নামের ঘুড়ির। শুরু হয় নিজের ঘুড়িকে সবচেয়ে উপরে তোলার প্রতিযোগিতা। শুরু হয় ঘুড়ি কাটাকাটির লড়াই।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর