৩ হাজার সদস্যকে বরখাস্ত করেছে তালেবান

বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে প্রায় ৩ হাজার সদস্যকে বরখাস্ত করেছে তালেবান। শনিবার তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত বছর আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকেই সদস্যদের কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল তালেবান। তাদের অনেকের ‘অপরাধমূলক কাজের’ সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ নিয়ে এক যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানায় তালেবান গোষ্ঠী।

আফগানিস্তানে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। এরপর তাদের ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর