সোহেল রানার ফুসফুস ৭২ ভাগ সংক্রমিত

হাসপাতালের করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পুরোপুরি সুস্থ না হওয়া সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী সোহেল রানা। সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্ট অনুযায়ী করোনার কারণে তাঁর ফুসফুসের ৭২ ভাগ সংক্রমিত। তাঁকে আগামী ছয় মাস পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে বলে জানালেন চিকিৎসক স্ত্রী জিনাত বেগম। আজ শনিবার দুপুরে জিনাত বেগমের নম্বরে ফোন করা হলে সোহেল রানার সর্বশেষ অবস্থার বর্ণনা এভাবেই দিলেন তিনি।

স্ত্রী জিনাত বেগম বললেন, ‘আমরা অক্সিজেন দেওয়ার মেশিন বাসায় নিয়ে এসেছি। এই ধরনের রোগীর জন্য প্রাথমিকভাবে যা যা লাগে, সবই নিয়ে এসেছি। ডাক্তারই আমাকে বললেন, আপনি যেহেতু ডাক্তার, আপনাকে অনেক কিছু খেয়াল রাখতে হবে। ইনসুলিনে ব্লাড সুগার হাইপো হয়ে যেতে পারে, এটাও মাথায় রাখতে হবে। রোগীর অবস্থা ওই ক্ষণে খারাপও হয়ে যেতে পারে। তিন বেলা ব্লাড সুগার দেখতে হবে। পালস চেক করতে হবে। অনেক রকম কথা বলেছেন। অনেক ধরনের ওষুধও দিয়েছেন, টাইম টু টাইম এসব খাওয়াতে হবে। ভালো ভালো খাবার খাওয়াতে হবে। কমপক্ষে ছয় মাস লাগবে তাঁর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। এখন তো খাওয়ার রুচি একেবারে নাই, তারপরও যা যা খেতে চায়, তাই আমি বানিয়ে দিচ্ছি। প্রোটিনজাতীয় খাবার বেশি দিচ্ছি। গ্রিল, ফিশ কাটলেটসহ নানা ধরনের আইটেম দিচ্ছি—এগুলো সে পছন্দ করে। স্যুপও দিচ্ছি।’

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর