‘জাতির জনককে কৃতজ্ঞচিত্ত্বে স্মরণ করতে হবে’

লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৩০ লাখ মা-বোনের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। দেশের স্বাধীনতা অর্জনে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি সম্মান দেখাতে হবে। জাতির জনককে কৃতজ্ঞচিত্ত্বে স্মরণ করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। যারা দেশকে ভালোবাসে না, তারা সৌভাগ্যবান মানুষ হতে পারে না।’

আজ শনিবার কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর ২০৪১ ভিশনকে বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের গর্বিত নাগরিক হতে হবে। আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামী দিনের উন্নত বাংলাদেশ। শুধু লেখাপড়া করলে হবে না শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা আলোকিত হলে দেশ আলোকিত হবে। তারা ভবিষ্যতে দেশের কল্যাণে ভূমিকা রাখবে।’ নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় সরকারমন্ত্রী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম লাকসাম সফরকালে পৌরসভায় মো. তাজুল ইসলাম কনফারেন্স হল উদ্বোধন, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজসহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর